Migrant Workers Scheme-Porijayi Shromik-পরিযায়ী শ্রমিক-West bengal

Migrant Workers Scheme-Porijayi Shromik-পরিযায়ী শ্রমিক-West bengal

Migrant Workers Scheme-পরিযায়ী শ্রমিক -Porijayi Shromik

পরিযায়ী শ্রমিক ফর্ম ফিলাপ নিয়ে কিছু তথ্য

১) প্রথমত পশ্চিমবঙ্গের বাইরে যারা কাজ করে তারাই পরিযায়ী শ্রমিক ।

২) ফর্মে A/B/C/D করে চারটি অপশন আছে A অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাইরে অলরেডি কাজ করে। B অর্থাৎ যারা ভারতবর্ষের বাইরে কাজ করে।C অর্থাৎ যারা পশ্চিম বঙ্গের বাইরে কাজ করতে যাবে আর D অর্থাৎ যারা ভারতবর্ষের বাইরে কাজ করতে যাবে।

৩) ৪ নং migrated on অর্থাৎ যারা অলরেডি বাইরে কাজ করেন সেক্ষেত্রে date অবশ্যই গত একবছরের মধ্যে হতে হবে যেমন oct 2022 থেকে পরবর্তী কোন তারিখ এবং likely to be migrated on সেক্ষেত্রে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তারা আগামী একমাসের মধ্যে কোনো একটা date দিতে হবে। যেমন কেউ যদি sept 2 তারিখে রেজিস্ট্রেশন করে তাহলে 20/22/25/26 sept 2023 যেকোনো তারিখ সে দিতে পারে ।যে ঐ তারিখে আমি বাইরে কাজ করতে যাবো।

৪) কোথায় কাজ করে তার ঠিকানা দিতে হবে। মালিকের নাম ,মোবাইল নম্বর । যদি কোনো এজেন্ট মারফত ওখানে কাজে যায় তাহলে সেই এজেন্টের নাম ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে।বা অন্য কারও সাথে যায় তার নাম, ফোন নম্বর ও ঠিকানা দিতে হবে।

৫) দৈনিক কত মজুরি পায় সেটাও লিখতে হবে।এছাড়াও caste, religion, লিখতে হবে।

প্রয়োজনীয় নথি –

কালার ফটো ,আধার কার্ড এর কপি ,ব্যাংকের পাসবই এর কপি ,রেশন কার্ড এর কপি ,পাসপোর্টের জেরক্স (যদি প্রয়োজন হয়)।

পরিযায়ী শ্রমিক – এর হয়ে তার পরিবারের যে কেউ এটি আবেদন করতে পারেন।

প্রকল্পের সুবিধা গুলি হল-

১) স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে নমিনি কে ৫০,০০০/ টাকা ও দুর্ঘটনা জনিত মৃত্যু ক্ষেত্রে ২,০০,০০০/ টাকা প্রদান

২) দুর্ঘটনা জনিত অক্ষমতা ক্ষেত্রে ১,০০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহয়তা

৩) মৃত দেহ ফিরিয়ে আনার জন্য নমিনি কে ৩,০০০/ টাকা প্রদান

৪) আপতকালীন পরিস্থিতি তে জরুরি সহায়তা

৫)বিপদ এ পড়লে জরুরি সহায়তা ।

কী ভাবে নাম নতিভুক্ত করবেন ?

Online Mode – Register করুন https://karmasathips.wblabour.gov.in

Offline Mode- অ্যাপ্লিকেশান টি ডাউনলোড করুন এবং নিকটবর্তী দুয়ারে সরকার কাম্প আ যোগাযোগ করুন অথবা বি ডি ও অফিস এ যোগাযোগ করুন।

#Migrant Workers Scheme-Porijayi Shromik-পরিযায়ী শ্রমিক-West bengal

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Related posts

Leave a Comment