How to lock aadhaar biometric? #aadhaar biometric lock/unlock

aadhaar biometric lock

How to lock aadhaar biometric ? আধার এর বায়োমেট্রিক কি ভাবে বন্ধ করবেন ?

বর্তমান সময়ে আধার বায়োমেট্রিক Athentication এর ব্যাবহার ক্রমশ বেড়েই চলেছে । যেমন – ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য , রেশন মালপত্র তোলার জন্য , জমি রেজিস্ট্রেশন এছাড়া আরও অনেক ক্ষেত্রে আধার এ বায়োমেট্রিক Athentication এর ব্যাবহার হয়। এর ফলে যেমন অনেক সুবিধা হয়েছে তার সাথে অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন । আপনার আঙ্গুল এর ছাপ ক্লোন করে আপনার অজান্তে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হচ্ছে।পরবর্তী কালে ব্যাংক থেকে টাকা তোলার মেসেজ আসলে অথবা ব্যাংক অ্যাকাউন্ট এর ব্যালান্স চেক করলে বুঝতে পারছেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও।

এই প্রতারণা এখন চারিদিক ছড়িয়ে পড়েছে । অতএব একটু সচেতন থাকলে এর থেকে রক্ষা পেতে পারেন। এর জন্য আপনাকে আপনার বায়োমেট্রিক লক করে রাখতে হবে। আপনার যখন প্রয়োজন হবে তখন আনলক করতে পারেন । এর ফলে আপনার অজান্তে আপনার আঙ্গুল এর ছাপ ক্লোন করে আধার অথেনটিকেশন করা যাবে না।

কিভাবে এটি করবেন –

১) সর্বপ্রথম আপনার Playstore থেকে mAadhaar application টি ডাউনলোড করবেন । নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন ।

https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.mAadhaarPlus

২) Application টি আপনার মোবাইল এ ইনস্টল করবেন ।

How to lock aadhaar biometric? #aadhaar biometric lock/unlock


৩) ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার আধার নম্বর টি এবং আপনার আধার এর রেজিস্টার করা মোবাইল এর OTP দিয়ে লগইন করে নেবেন।
৪) লগইন হয়ে গেলে আপনার নাম এবং ডিটেইল দেখতে পাবেন । নিচের মেনু তে ‘My Aadhaar‘ অপশন টি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ।

How to lock aadhaar biometric? #aadhaar biometric lock/unlock


৫) এরপর অন্য একটি পেজ আসবে সেখানে ‘Biometric Lock’ এই অপশন টি দেখতে পাবেন ।
৬) আপনি যদি আপনার বায়োমেট্রিক অফ করতে চান তাহলে ‘Biometric Lock’ লক অপশন টি তে ক্লিক করুন। এরপর আপনার রেজিষ্টার মোবাইল নম্বর এ একটি OTP আসবে সেটা দিয়ে সাবমিট করলে আপনার aadhaar biometric lock হয়ে যাবে ।

এরপর থেকে আপনার অজান্তে কেও আপনার আঙ্গুল এর ছাপ ক্লোন করে আধার অথেনটিকেশন করতে পারবে না । এরপর যদি কখন ও প্রয়োজন পরে আপনি আনলক করতে পারবেন ।

How to unlock aadhaar biometric ? আধার এর বায়োমেট্রিক কি ভাবে চালু করবেন ?

১) mAadhaar অ্যাপ্লিকেশন টি ওপেন করবেন।
৪) লগইন হয়ে গেলে আপনার নাম এবং ডিটেইল দেখতে পাবেন । নিচের মেনু তে ‘My Aadhaar‘ অপশন টি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ।
৫) এরপর অন্য একটি পেজ আসবে সেখানে ‘Biometric Unlock’ এই অপশন টি দেখতে পাবেন ।
৬) আপনি যদি আপনার বায়োমেট্রিক Unlock করতে চান তাহলে ‘Biometric Unlock’ লক অপশন টি তে ক্লিক করুন। এরপর আপনার রেজিষ্টার মোবাইল নম্বর এ একটি OTP আসবে সেটা দিয়ে সাবমিট করলে আপনার aadhaar biometric Unlock হয়ে যাবে ।

#aadhaar biometric lock

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve this post?

Leave a Comment